প্রেস বিজ্ঞপ্তি :: কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেল ৪ টায় শহরের গোলচত্বর মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র মুজিবুর রহমান। এসময় তিনি স্কুলভিত্তিক প্রাক্তন ছাত্রদের এমন উদ্যোগের প্রশংসা করেন।
মেয়র বলেন,প্রাক্তনদের এমন উচ্ছ্বাসই বলে দেয় স্কুল জীবন তাদের কতই মধুর ছিল। উদ্বোধনী অনুষ্টানে মেয়র মুজিবুর রহমান ঘোষনা দেন আগামীতে স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পূর্ণমিলনী করার।
অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অধ্যাপক দিলোয়ার চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন কবির, সদস্য সচিব তৌফিক লিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক সরওয়ার রোমনসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা।
টুর্নামেন্টে মোট ১২ টি ব্যাচ অংশ গ্রহণ করেছে।
এদিকে প্রথমদিনের খেলায় ২০০৭ এসএসসি ব্যাচ বনাম ২০০২ এসএসসি ব্যাচের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ২০০৭ ব্যাচ। খেলা শেষে ২০০৭ ব্যাচের খেলোয়াড় জুয়েলের হাতে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব টুয়াক এর সভাপতি তোফাইল আহমেদ। রবিবারের ১ম খেলা দুপুর ২.৩০ মিনিটে ২০১২ ব্যাচ বনাম ২০১৩ । ২য় খেলা বিকাল ৪ টায় ২০১৪ ব্যাচ বনাম ২০১৫ ব্যাচ। প্রত্যেক দলকে খেলা শুরুর ৩০ মিনিট পূর্বে মাঠে প্রবেশ করতে হবে।
পাঠকের মতামত: