ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পেকুয়া উপজেলা প্রবাসী একতা সংঘের আহ্বায়ক কমিটি গঠিত, আহ্বায়ক জাহেদ হোসেন

অতিথি প্রতিবেদক ::  কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রবাসী একতা সংঘের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে সৌদিয়া আরব প্রবাসী জাহেদ হোসেনকে আহ্বায়ক ও শাহাদাত হোসেন আরিয়ানকে সদস্য সচিব করা হয়েছে। নয় সদস্য বিশিষ্ট কমিটিতে অন্য সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তাঁরা হলেন সৌদিয়াআরব প্রবাসী এইচ এন রুবেল, রাফিউল কাদের রাফি, ওমান প্রবাসী জাহাঙ্গীর হোসেন, সৌদিয়া আরব প্রবাসী ইব্রাহিম খলিল, সালাহউদ্দিন, আবুল কালাম রাজু ও ওমান প্রবাসী মোহাম্মদ নুর।

গত সোমবার (৩ আগস্ট) পেকুয়া উপজেলা প্রবাসী একতা সংঘের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়। এই কমিটির মেয়াদ ৯০ দিন। এ সময়ের মধ্যে পেকুয়া উপজেলার সকল প্রবাসীকে নিয়ে সুষ্টু নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এই আহ্বায়ক কমিটি।

নবনির্বাচিত কমিটির আহ্বায়ক জাহেদ হোসেন ও সদস্য সচিব শাহাদাত হোসেন আরিয়ান বলেন, প্রবাসীরা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নভাবে মানবিক কর্মকান্ড চালিয়ে আসছে। এখন থেকে সবাই ঐক্যবদ্ধভাবে অসহায়, দুস্থ ও পক্ষঘাতগ্রস্ত মানুষের পাশে থাকবে। এ জন্য সংগঠনটি গঠন করা হয়েছে। এতে সবার সহযোগিতা কামনা করছি।

পাঠকের মতামত: