পেকুয়া প্রতিনিধি :::
কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারীসহ চার জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল ৭ জানুয়ারি শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতব্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত.রমজান আলীর ছেলে রোবেল (৩২), মোক্তার আহমদের স্ত্রী রুমি আকতার (২২), মৃত গুনু মিয়ার ছেলে জসিম উদ্দিন (৬০) ও তার ছেলে আলমগীর(২৮)। আহত চারজনকে ওইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানাগেছে মাতব্বরপাড়া এলাকায় রুবেল গংদের সাথে প্রতিবেশি জসিম উদ্দিন গংদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন জসিম উদ্দিন গংদের লোকজন রুবেল গংদের জমি থেকে জোর করে মাটি লুট করার চেষ্টা করে। এ সময় রুবেল গং বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পাঠকের মতামত: