ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়ায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষা উৎসব ও গুণীজন সম্মাননা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের উদযোগে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষা উৎসব ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।
এতে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী এফ এম সুমনের সঞ্চলনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।
পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহাদত হোসেন, সাংবাদিক এস এম হানিফ, রাজাখালী ফৈজুন্নিছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ সুমন, উপ প্রধান সমন্বয়ক তারেক নাজিরী প্রমুখ। সংবর্ধিত গুণীজনদের মাঝে বক্তব্য রাখেন, পেকুয়া সরকারি মড়েল জিএমসি ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, এ এম এম শাহজাহান, এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বিএসসি, শিলখালী উচ্চ বিদ্যালয়ের, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহম্মদ, হোছনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের, মোহাম্মদ রুহুল আমিন, টৈটং উচ্চ বিদ্যালয়ের দলিল আহম্মদ।
এসময় অতিথিরা পেকুয়া উপজেলার ছয় জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। অনুষ্টানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক দল তাদের নানান পরিবেশনায় মুগ্ধ করেন অতিথিদের।
বক্তারা বলেন, শিক্ষার প্রসারে ওয়েলফেয়ার আজ যে কাজ করেছে এটি পেকুয়া উপজেলার জন্য স্বরণীয় হয়ে থাকবে। কেননা নিজেদের পরিশ্রমের অর্থ দিয়ে তারা পেকুয়া উপজেলায় এমন আয়োজন করে গুণীজনদের মুল্যায়ন করেছেন। সংবর্ধিত গুণীজনেরাও প্রবাসী সদস্যরা যারা এমন উদ্যোগ নিয়েছেন ওয়েল ফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান।
উৎসবে ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক, উপদেষ্টামন্ডলী নবগঠিত কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: