ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

পেকুয়ায় বন্যা দূর্গতদের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::  কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সহায়তা এবং উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বাংলাদেশ নৌবাহিনীর একটি দল আজ বৃহস্পতিবার থেকে পেকুয়া সদর ইউনিয়নের গোয়াখালী, নন্দীরপাড়া, ছিরাদিয়া, পূর্বগোয়াখালী, টেকপাড়া, সিকদার পাড়াসহ সদর ইউনিয়নের কয়েক হাজার বন্যা দূর্গত মানুষের রান্না করা খাবার বিতরণ করেন।

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নুরুল মোস্তফা বলেন, আমরা বাংলাদেশ নৌ-বাহিনীর পক্ষ থেকে আটকাপড়াদের উদ্ধারসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদানের লক্ষে দুইদিন ধরে কাজ করছি। আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। আমরা বন্যা দূর্গতদের সাহায্যে কাজ করে যাচ্ছি।

জানা যায়, গত পাঁচ দিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে পেকুয়া সদর ইউনিয়নের পুরো অংশ প্লাবিত হয়েছে।

পাঠকের মতামত: