ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়ায় ছাত্রদলের স্বাগত মিছিলে হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :; কক্সবাজারের সদ্য ঘোষিত পেকুয়া উপজেলা ছাত্রদলের স্বাগত মিছিলে হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কমিটির নেতারা। শুক্রবার সন্ধ্যায় পেকুয়া সিকদার পাড়াস্থ দলীয় এক নেতার বাড়িতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব মোঃ মারুফুল ইসলাম বলেন, গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে গতিশীলতা আনার জন্য ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদক। কমিটি ঘোষণার পর থেকে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ আর উদ্দিপনা দেখা দেয়। যার ধারাবাহিকতায় উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকের উপস্থিতিতে সকল অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারই আলোকে আজকে আমরা ৫ শতাধিক ছাত্রদল নেতাকর্মী নিয়ে স্বাগত মিছিলের আয়োজন করি। স্বাগত মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পেকুয়া চৌমুহনী মোড়ে আসলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা শুরু করে। ওই সময় বেশ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী আহত হয়। তাদের বাধা ডিঙ্গিয়ে পেকুয়া বাজারে আসার পথিমধ্যে ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আবারো লাঠিসোটা সজ্জিত হয়ে আমাদের উপর ইট পাটকেল শুরু করে। ওখানেও বেশ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী আহত হয়। আহত সকলকে সুচিকিৎসা নিশ্চিত করতে সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক এম ফরহাদ হোছাইন বর্তমানে হাসপাতালে রয়েছে।

তিনি আরো বলেন, ছাত্রদল নেতাকর্মীদের ভিতর কোন ধরণের বিরোধ নাই। ছাত্রদলের ভিতর বিরোধ আছে এমন অজুহাত দেখিয়ে আ’লীগের নেতাকর্মীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা অব্যাহত রেখেছে। আমি নেক্কারজনক হামলার বিচার দাবী করছি। একই সাথে সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, সদ্য ঘোষিত কমিটির এরশাদুল আলম, যুগ্ন-আহ্বায়ক মুহাম্মদ রাজু ও সাঈদুর রহমান।

পাঠকের মতামত: