ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় চোরাই গাছভর্তি পিকআপ আটক করেছে পুলিশ

Exif_JPEG_420
Exif_JPEG_420

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::

লামার আজিজ নগর থেকে পিকআপ ভর্তি করে পাচারের সময় পেকুয়ায় পিকআপসহ বিপুল পরিমাণ চোরাই গাছ আটক করেছে পুলিশ।

আজ ২৮জানুয়ারী রোববার রাত ৯টার দিকে পেকুয়ার রাজাখালী ভাখালী বেড়িবাঁধ এলাকা থেকে  চোরাইগাছ ভর্তি পিকআপটি আটক করেছে রাজাখালী ফাঁড়ির আইসির নেতৃত্বে  একদল পুলিশ। বর্তমানে চোরাইগাছসহ পিকআপটি রাজাখালী পুলিশ ফাঁড়ীর হেফাজতে রয়েছে। তবে আটক চোরাই গাছ ও পিকআপ পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে স্থানীয় চোরাকারবারী সিন্ডিকেট জোর তৎপরতা শুরু করেছে।

জানা গেছে, লামার আজিজ নগর থেকে গাছ নিধনকারী চক্রের কাছ থেকে ক্রয় করে পিকআপ ভর্তি করে নৌপথে কুতুবদিয়ায় পাচারের জন্য রাজাখালী ভাখালী বেড়িবাঁধ এলাকায় নিয়ে আসা হয়। সেখানে স্তুপ করে রেখে সুযোগ বুঝে ডেনিস বোটে তুলে কুতুবদিয়ায় পাচার করা পরিকল্পনা ছিল। পরে গাছ পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

পেকুয়ার রাজাখালীর পুলিশ ফাঁড়ীর আইসি জানান, পেকুয়া থানার ওসির নির্দেশে চোরাইগাছসহ পিকআপটি আটক করা হয়েছে। স্থানীয় বন বিভাগের সাথে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: