ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় কবির আহমদ ক্রিকেট টুর্ণামেন্টে সম্পন্ন, মধুমাঝি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

pekua,,ইমরান হোসাইন, পেকুয়া ::

পেকুয়ায় কবির আহমদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর ইউনিয়নের মধুমাঝি ক্রিকেট একাদশ।

 শুক্রবার ১৩জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত দিবা-রাত্রির ফাইনাল ম্যাচে তারা উপজেলার শিলখালী পেঠান মাতব্বরপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে টুর্ণামেন্টের শিরোপা ঘরে তোলে। নির্ধারিত ১৬ওভারের খেলায় টসে জিতে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় মধুমাঝি ক্রিকেট একাদশকে। শাওনের ব্যাটিং নৈপুন্যের উপর ভর করে এ দল নির্ধারিত ১৬ওভারের সাত উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৭রান। জবাবে শিলখালী পেঠান মাতব্বরপাড়া ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে ৪৫রান করতে সক্ষম হন। ফলে ১২রানে জয় পায় চ্যাম্পিয়ন দল। গত ২০ডিসেম্বর থেকে পেকুয়া সদর ইউনিয়নের পুর্বগোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্ট শুরু হয়েছে। মোট ১৬টি দল শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টে অংশ নেয়।

 পেকুয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এড.কামাল হোসেনের পিতা পেকুয়ার সমাজসেবক মরহুম কবির আহমদ সওদাগরের নামে এ টুর্ণামেন্টের আয়োজন করে আয়োজক কমিটি। দিবারাত্রির ফাইনাল ম্যাচ উপভোগ করতে পুর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া অনুরাগী ও ক্রিকেট সমর্থকরা মাঠে জড়ো হয়। খেলায় প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন।

 এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের উপদেষ্টা এড.কামাল হোসেন, পেকুয়া উপজেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী, উজানটিয়ার চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রকাশ বিডিআর, সি.সহ-সভাপতি এম.দিদারুল করিম, যুগ্ন সম্পাদক সাজ্জাদুল ইসলাম, সুচিন্তা বাংলাদেশ পেকুয়া উপজেলার আহবায়ক এড.রাশেদুল কবির, আ.লীগ নেতা আবুল শামা শামীম, সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি আজম খান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নাজিম উদ্দিন। আয়োজক কমিটির প্রধান রায়হানুল কবির সহ সদস্যারা এসময় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: