ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়ায় আ’লীগের বাবুল, বিএনপির বাহাদুর, বিদ্রোহ তোফাজ্জল, স্বতন্ত্র ইউনুছ ও কামাল চেয়ারম্যান নির্বাচিত, স্থগিত-১

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়া উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যে ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ীদের  ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

নির্বাচনে পেকুয়া উপজেলার রাজাখালী ইউপিতে উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক নৌকার প্রার্থী নজরুল ইসলাম সিকদার বাবুল, সদরে উপজেলা বিএনপি আহ্বায়ক চশমা প্রতীকের প্রার্থী এম বাহাদুর শাহ, উজানটিয়ায় ইউনিয়ন আ’লীগের সভাপতি (সদ্য বহিষ্কৃত) বিদ্রোহ প্রার্থী চশমা প্রতীকের প্রার্থী তোফাজ্জল করিম, মগনামায় ঢোল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ চৌধুরী ও শিলখালীতে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামাল হোছাইনকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।

এছাড়া বারবাকিয়া ইউপিতে দুই কেন্দ্রে প্রতিযোগি প্রার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে ভোট গ্রহণ বন্ধ থাকায় পুরো ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণা বন্ধ রাখা হয়।

রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পেকুয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে দুপুর ১২ টার দিকে বারবাকিয়া ইউপির ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ৭নং ওয়ার্ড কেন্দ্রে নৌকা ও চশমা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের টিম আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান শুরু করলে বিশৃঙ্খলাকারীরা পালিয়ে গেলেও কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।

পেকুয়া থানার ওসি শেখ মুহাম্মদ আলী বলেন, আমরা সব চেষ্টায় করেছি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ইনশাল্লাহ প্রশাসন সফলভাবে তা সম্পন্ন করেছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ আয়োজনের জন্য। দুইটি কেন্দ্রে সমস্যা হলেও বাকিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নির্বাচন পরবর্তিও প্রশাসন সতর্ক অবস্থায় থাকবে।

পাঠকের মতামত: