অনলাইন ডেস্ক ::
পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ের ১৭ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। নতুন চার অতিরিক্ত আইজিপিকে দ্বিতীয় গ্রেড এবং ১৩ ডিআইজিকে তৃতীয় গ্রেডে পদায়ন করে মঙ্গলবার আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১। পুলিশ প্রশাসনে আরো কিছু পরিবর্তন আসতে পারে বলে সূত্র জানিয়েছে।
নির্বাচনের আগে এ পদোন্নতি যারা পেয়েছেন তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হয়েছেন। এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন পদোন্নতি পেয়ে হয়েছেন ডিআইজি।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) রৌশন আরা বেগম, এনএসআই পরিচালক মেজবাহ উদ্দিন, টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট ( টিএন্ডআইএ) ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ইকবাল বাহার ও বরিশালের পুলিশ কমিশনার মোশারফ হোসেন পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন।
অতিরিক্ত ডিআইজি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে র্যাবের পরিচালক মো. ময়নুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের এম রোকন উদ্দিন, রাজশাহী রেঞ্জের মো. মাসুদুর রহমান ভূঞা, এসবির মো. তওফিক মাহবুব চৌধুরী, টিএন্ডআইএমের মো. নজরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি চলতি দায়িত্বে) কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের এর কুসুম দেওয়ান পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন।
এছাড়া পুলিশ সদরদপ্তরে ডিআইজির চলতি দায়িত্বে থাকা বশির আহম্মদ, হাবিবুর রহমান, মো. আনোয়ার হোসেন ও খ. মহিদ উদ্দিন এবং রাজশাহীর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদকেও পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয়েছে।
পাঠকের মতামত: