ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পাহাড় ধস : সেনাসদস্যসহ আরো ৩ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক ::ctg

প্রবল বর্ষণে পাহাড় ধসে রাঙামাটিতে নিখোঁজ সেনাসদস্যসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির মানিকছড়ি উপজেলা থেকে মানিকছড়ি সেনাক্যাম্পের সদস্য আজিজের ও ভেদভেদি এলাকা থেকে ভেদভেদি পোস্ট অফিস কলোনির রুপন দত্ত ও পশ্চিম মসজিদপাড়ার সুলতানার লাশ উদ্ধার করা হয়।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মহানগরী, জেলার রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, বাঁশখালি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের টেকনাফ উপজেলায় এ সব মৃত্যুর ঘটনা ঘটে। এ সব এলাকায় এখনো নিখোঁজ রয়েছে অনেকে। নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন। জেলা প্রশাসন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, রাঙামাটিতে ১০৮ জন, চট্টগ্রামে ৩৬, বান্দরবানে ৯, টেকনাফে ২ এবং খাগড়াছড়িতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত: