অনলাইন ডেস্ক :::
থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পালিয়েছেন গতকাল শুক্রবার এমন খবর ফাঁস হয়। কিন্তু কোথায় গিয়েছেন সেটা জানা যানা যায়নি।
আজ শনিবার শুক্রবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, পালিয়ে দুবাই গেছেন ইংলাক সিনাওয়াত্রা। তার দলের জ্যৈষ্ঠ এক সদস্য এ তথ্য দিয়েছেন।
চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলার মামলার রায় সামনে রেখেই ইংলাক পালিয়েছেন। রায়ে ইংলাককে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধও হতে পারেন।
শুক্রবার ওই মামলার রায় হওয়ার কথা ছিল। ইংলাক আদালতে উপস্থিত না হওয়ায় ২৭ সেপ্টেম্বর রায়ের নতুন তারিখ ধার্য করেন আদালত। এরইমধ্যে খবর বের হয় ইংলাক দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
পাঠকের মতামত: