ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চকরিয়ার ১জনসহ নিহত ২

নিউজ ডেস্ক ::  চট্টগ্রামে পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কক্সবাজারের চকরিয়ার ১জনসহ নিহত হয়েছেন ২জন। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে পটিয়ার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আ স ম জাহেদ হোসেন (৪১) এবং নোয়াখালীর ওমর ফারুক (৪০) ।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের শান্তিরহাট সুলতান আহমদ কুসুমপুরী সংযোগ সড়ক এলাকায় কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিসমিল্লাহ পরিবহন একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ চমেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহত ১৫ জনের মধ্যে ৩ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত: