নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন, নারীকে সমান মর্যাদার আসনে অধিষ্টিত করেছেন বর্তমান সরকার। বর্তমান নারীবান্ধব সরকারের সময়েই উন্নয়নের অগ্রযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। যার নেতৃত্বে রয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী এবং পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় লিঙ্গ সমতার মাধ্যমে বাংলাদেশ তাঁর লক্ষ্যে এগিয়ে যাবে ভবিষ্যতেও। এজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন।
এমপি জাফর আলম সোমবার সকালে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন ২০২১ উপলক্ষে চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু মুছা, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী, বিভিন্ন ক্ষেত্রে সম্মাননাপ্রাপ্ত জয়িতা নারী, নারী জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যে এবারের নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সর্বদা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এজন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছেন সরকার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সর্বক্ষেত্রে নারীর সমান অধিকার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গেছেন। এজন্য মুক্তিযুদ্ধ পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়ন এবং তাদেরকে পুনর্বাসনের লক্ষে ১৯৭২ সালে ‘নারী পুনর্বাসন বোর্ড’ গঠন করে দেন। এমনকি নারীরা যাতে সমান অধিকার ভোগ করতে পারেন সর্বক্ষেত্রে সেজন্য বাংলাদেশের সংবিধানেও তা নিশ্চিত করে গেছেন। বলেন এমপি জাফর আলম।
এদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রবিবার রাতে কক্সবাজারের চকরিয়া থানা প্রাঙ্গনে আয়োজিত আনন্দ উৎসবে যোগ দেন এমপি জাফর আলম। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি। এ সময় আরো বক্তব্য দেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পংকজ বড়ুয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, পৌরমেয়র আলমগীর চৌধুরী, থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, অপারেশন অফিসার মোজাম্মেল হোসেন প্রমূখ।
প্রকাশ:
২০২১-০৩-০৮ ১৮:৪০:২৬
আপডেট:২০২১-০৩-০৮ ১৮:৪০:২৬
- সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ
- চকরিয়ায় ঝুলন্ত ফেরিওয়ালার মরদেহ উদ্ধার
- চকরিয়ায় ঝগড়ার জেরে যুবককে ছুরিকাঘাত, চারজন গ্রেফতার
- কুতুবদিয়ায় আলোচিত ৪ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
- কক্সবাজার সদর মডেল থানার ওসি প্রত্যাহার
- কক্সবাজারের বনে ১২ হনুমান উদ্ধারের ১০ দিন পর ৫৮টি বন্য পাখি উদ্ধার
- আ.লীগ নেতাদের সঙ্গে গায়েবি মামলার আসামি এবি পার্টির নেতা
- শান্তি-শৃঙ্খলা আনতে প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন -চকরিয়ায় মাসুদ সাঈদী
- চকরিয়া শহর পরিস্কারের মাধ্যমে গণঅভ্যুত্থানের ১০১ দিবস উদযাপন
- চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে বনবিভাগের অভিযান, দুইটি ট্রাক জব্দ
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- শান্তি-শৃঙ্খলা আনতে প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন -চকরিয়ায় মাসুদ সাঈদী
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া শহর পরিস্কারের মাধ্যমে গণঅভ্যুত্থানের ১০১ দিবস উদযাপন
- আ.লীগ নেতাদের সঙ্গে গায়েবি মামলার আসামি এবি পার্টির নেতা
- কক্সবাজার সদর মডেল থানার ওসি প্রত্যাহার
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
পাঠকের মতামত: