ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের চাইল্যাতলিতে বন্য হাতির আক্রমণে মো. সালাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মো. সালাম বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চাইল্যাতলি এলাকার মৃত আমির হামজার ছেলে। সোমবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি। তিনি জানান, ভোরে নিজ জমিতে চাষাবাদ করতে গেলে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন কৃষক সালাম। পরে স্থানীয় রাবার বাগানের শ্রমিকরা উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাঠকের মতামত: