ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নবীজীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
মহানবী হজরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল দেওয়া অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে কুতুবদিয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) জুমার নামাজের পর কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়ে বড়ঘোপ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মুসলিস সম্প্রদায়ের স্থানীয় সকল শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন কৈয়ারবিল ফকিরা মসজিদের ইমাম আবুল বশর, সমাজসেবক আবু মুসাসহ অনেকেই।

পাঠকের মতামত: