ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

নদী বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বক্তারা-বাকঁখালীর সঙ্গে আমাদের প্রাণের যোগসূত্র

ওওওওওওজানলে নদী, বাঁচবে নদী এই সেøাগানকে ধারন করে কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেল এসো নদীর ছবি আঁকি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১২ ফেব্রুয়ারী কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলে কালেরকণ্ঠ শুভসংঘ ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি মো. মনির হোসেন। প্রতিযোগিতা সমন্বয়কারী সরওয়ার আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির নির্বাহী সদস্য এড. রমিজউদ্দিন আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট বিশ্বজিত সেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, কালের কণ্ঠ শুভসংঘের কক্সবাজার জেলা শাখার আহবায়ক বিপ্লব কান্তি দে, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন জেলা শাখার সাধারন সম্পাদক আনছার হোসেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. জুনায়েদ, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ, কক্সবাজার আর্ট একাডেমির পরিচালক মো. ফেরদৌস, নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুল আলিম নোবেল, সাধারন সম্পাদক মিনার হাসান, সাংগাঠনিক সম্পাদক মো. মনসুর, এশিয়ান টিভির প্রতিনিধি আরজ ফারুখ, কক্সবাজার টাইমসয়ের নিজস্ব প্রতিবেদক মো. মনির। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-গ্রুপে হিমাদ্রি পাল,প্রদীপ্ত দে ও স্নেহা পাল যথাক্রমে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। খ- গ্রুপে অরিজিত দাস,নিপল দে ও শাহরিয়ার লিয়াকত শাওন যথাক্রমে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। গ-গ্রুপে ফারদিনা ইসলাম ঐশী, তাসনোভা শামীম ইরা ও অরুপ শর্মা যথাক্রমে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া তিন গ্রুপ থেকে ৭ জন করে আরো ২১ জনকে বিশেষ পুরুস্কার দেয়া হয়।

বক্তারা বলেন, আমাদের নদী, আমাদের ভাষা- আমাদের প্রাণ। আমরা নদীর পাড়ের সন্তান। নদীই আমাদের জীবন। নদীই আমাদের অবলম্বন।নদীকে কেন্দ্র করেই আমাদের বেঁচে থাকা। নদী ভাবনা মানে অস্থিত্বের ভাবনা,নিজের টিকে থাকার ভাবনা,নিজেকে সমৃদ্ধ করার ভাবনা। প্রতিযোগিদের আকাঁ ছবির মধ্যে নদীর দূষণ, দখল, ভরাট আর নান্দনিকতা যেভাবে ফুটেছে তাতে আমরা অভিভূত। আমরা নদী ভাবুক এই আগামী প্রজন্মের প্রতি কৃতজ্ঞ। সংস্কৃতি আর কৃষ্টির সৃষ্টি নদী থেকে । আর এ নদীকে ভাবনায় নিয়ে যারা এসো নদীর ছবি আঁকি প্রতিযোগিতার আয়োজন করেছেন কক্সবাজার বাসীর পক্ষ থেকে তাদের শুভাশিস জানাচ্ছি। আর এ নদী ভাবনায় যারা একাত্ব হয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।

পাঠকের মতামত: