ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

নতুন ইসি গঠন: খালেদার প্রস্তাবের কপি বঙ্গভবনে

43505_bdঅনলাইন ডেস্ক ::

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবের মুদ্রিত কপি বঙ্গবভবনে পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বঙ্গবভনে প্রেসিডেন্টের সহকারী সামরিক সচিব মাইনুর রহমানের কাছে প্রস্তাবের মুদ্রিত কপি হস্তান্তর করেন। পরে রিজভী সাংবাদিকদের জানান, ইসি পুনর্গঠনে বিএনপির ১৩ দফার মুদ্রিত কপি প্রেসিডেন্টের সহকারী সামরিক সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রেসিডেন্ট এখন দেশের বাইরে রয়েছেন। ১১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। আমরা আশা করছি, দেশে ফেরার পর ইসি পুনর্গঠনে প্রেসিডেন্ট আলোচনার উদ্যোগ নেবেন।
নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সম্প্রতি ১৩ দফা প্রস্তাব উপস্থাপন করেন খালেদা জিয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই দিনই বিএনপির প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।

পাঠকের মতামত: