অনলাইন ডেস্ক :: লোহাগাড়ায় এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গতকাল থানায় মামলা দায়েরের পর সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে চান্দগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনকে চান্দগাঁও থানা হেফাজত থেকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লোহগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিএমপির চান্দগাঁও থানার সহায়তায় অভিযুক্ত মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। এরপর তাকে লোহাগাড়া থানায় নিয়ে আসতে একটি টিম চান্দগাঁও থানায় পাঠানো হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘মো. আনোয়ার হোসেন নামে এক আসামিকে রাত ১টার দিকে বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই লোহাগাড়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পদুয়া এলাকার এক বিধবা নারীকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছিলেন পদুয়া ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন। ওই নারীকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছেন বলেও অভিযোগ ছিল ইউপি সদস্য আনোয়ারের বিরুদ্ধে।
পাঠকের মতামত: