ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল উদ্ধার চকরিয়ায়

নিজস্ব প্রতিবেদক. চকরিয়া :: চকরিয়ায় সেফটিক ট্যাংক খননের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালেল একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। ১০নভেম্বর. বৃহস্পতিবার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রংমহল এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে চকরিয়া থানা ও সেনাবাহিনীর একটি দল এই মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ‘রংমহল এলাকার মো. আজিম উদ্দিন তার বাড়িতে সেফটি ট্যাংক খনন করছিলেন। এ সময় মাটির নিচে লম্বা ও গোল আকৃতির একটি লোহার বস্তু দেখতে পায়। তিনি বিষয়টি আমাকে জানালে আমি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে অবহিত করি। পরে গতকাল রাতে চকরিয়া-পেকুয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম ও ওসি চন্দন কুমার চক্রবর্তীসহ একদল পুলিশ এসে লোহার বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মর্টার শেল বলে নিশ্চিত হন। পরবর্তীতেতে মর্টার শেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।’

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের কাছ থেকে মাটির নিচে মর্টার শেলের মতো একটি লোহার বস্তু পাওয়ার খবর পেয়ে এএসপি মহোদয়সহ ঘটনাস্থলে যাই। এটি মর্টার দেখে নিশ্চিত হওয়ার পর নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়। পরে সেনাবাহিনীর রামু ক্যান্টেনমেন্টকে বিষয়টি জানানো হয়। আজ ১১ নভেম্বর সকালে একটি টিম এসে ওই মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায়।’

তিনি আরও বলেন, ‘মাটির নিচ থেকে উদ্ধার হওয়া মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের হতে পারে। মাটির নিচে চাপা পড়ে থাকায় হয়তো বিস্ফোরণ হয়নি।’

পাঠকের মতামত: