ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

দেশে শ্মশানের রাজত্ব কায়েম হয়েছে: ফখরুল

নিউজ ডেস্ক ::
সারা দেশে শ্মশানের রাজত্ব কায়েম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীনদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষকে পাখির মত গুলি করে হত্যা করছে।’

তিনি আরও বলেন, ‘সরকার বিরোধীদলকে ঘায়েল করতে একটার পর একটা মামলার আশ্রয় নিচ্ছে। একটি কথিত মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে। তারপরও সরকার তার প্রতি কোনও রূপ মানবিক আচরণ করছে না। তার চিকিৎসার দাবি জানালেও সরকার কর্ণপাত করে না।’

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা জামায়াতের আমির মওলানা আব্দুল হাকিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লা আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান তুহিন প্রমুখ।

পাঠকের মতামত: