ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

দেশে নেশা দ্রব্যর সহজলভ্যতা ও অবাধ বানিজ্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা উদ্বিগ্ন

প্রেস রিলিজ ::

 ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে রোহিঙ্গারা চাকরি নিচ্ছে দেশীয় মাছ ধরা ট্রলারে। জেলে-মাঝি পরিচয়ের আড়ালে জড়িয়ে পরছে তারা নেশা দ্রব্য ইয়াবা ব্যবসায়। অপরদিকে নানা বয়সের মানুষ সীমান্ত এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় জাকিয়ে বসেছে নেশা দ্রব্যর ব্যবসায়। শুধুমাত্র র‌্যাব গত একবছরে ৮৮ লাখ ৬৬ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিদিন নানা ধরণের নেশা দ্রব্যর সহজলভ্যতা ও অবাধ বানিজ্যের খবরে আজ এক বিবৃতিতে দেশের শীর্ষ বেসরকারী মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা তাদের উদ্বিগ্নতা প্রকাশ করেছে।

সংস্থার চেয়ারম্যান এডভোকেট সিগমা হুদা বলেছেন, মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হাজার হাজার তরুন বিপথগামী হয়ে পরছে। এর ফলে একদিকে অপরাধের প্রবণতা যেমন বাড়ছে অন্যদিকে তরুনদের একটি অংশ দিক নির্দেশনাহীন হয়ে চরম সংকটে পতিত হচ্ছে। তিনি বলেন, মাদক কেবল সমাজ, জাতি ও দেশেরই ক্ষতি করে না; সভ্যতা ও সংস্কৃতিকেও বিপন্ন করে। তাই সময় থাকতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও নানা ধরনের উদ্বুদ্ধমূলক কর্মসূচি হাতে নিতে হবে।

পাঠকের মতামত: