ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

দেশে আইনের শাসন বলতে কিছুই নেই  -শাহজাহান চৌধুরী

উখিয়া প্রতিনিধি :: দেশে আজ আইনের শাসন বলতে কিছুই নেই, দেশ অরাজকতায় ভরে গেছে। যেই দেশে সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করা যায়না। বিচার ব্যাবস্থা, বাজারে দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের বাইরে, যেই দিকে থাকায় সেই দিকে দূর্নীতি আর দূর্নীতি। দেশের মধ্যে গণতন্ত্র নেই, এই নির্বাচনহীন সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উখিয়ার কোটবাজারে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ আলহাজ্ব শাহ জাহান চৌধুরী এসব কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, আজকের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র উদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আগামীতে যুবদলের নির্যাতিত, সক্রিয় নেতা কর্মীদের বিএনপিতে মূল্যায়ন করার জন্য উপস্থিত উপজেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদককে আহবান জানান।

শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলা যুবদলকে সুন্দর, সুশৃঙ্খল, সুসংগঠিত ইউনিট হিসাবেও ঘোষনা দেন।

যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, কক্সবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম গফুর উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল মাহমুদ, উখিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আজফির সাবিত চৌধুরী, ছাত্রদলের আরফাত হোসেন চৌধুরী, শাহনেওয়াজ সিরাজী আপেল, আব্দুল্লা আল মামুন, সোহেল রানা, আনোয়ার সিকদার, এখেলাছ কবির জিয়া, শাহ আলম, মোহাম্মদ হোসেনসহ প্রত্যেক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদার, সঞ্চালনা করেন সদস্য সচিব খাইরুল আমিন।

পাঠকের মতামত: