চট্রগ্রাম প্রতিনিধি :: চট্রগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে পাচারকালে দুটি বিরল প্রজাতির “তক্ষক” জব্দ করেছে কর্ণফুলী থানা পুলিশ। এসময় এক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর রাতে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আজ বিকাল ৪টায় কর্ণফুলী থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধমে বিস্তারিত জানানো হবে।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইয়াসির আরাফাত বলেন, ‘‘গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে বিশেষ প্রক্রিয়ায় রক্ষিত অবস্থায় দুটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয় হয়েছে। যার ওজন আনুমানিক ১৫০ গ্রামের বেশি এবং লম্বা ১৪ ইঞ্চি বলে বলে জানান তিনি।
পাঠকের মতামত: