ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত -৩

কুতুবদিয়া প্রতিনিদি ::

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুতুবদিয়া উপকূলে আজ মঙ্গলবার দুপুরে সংঘর্ষে নারীসহ আহত হয়েছে তিনজন। আহতরা হলেন, দক্ষিণ লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজি পাড়ার আমান উল্লাহর ছেলে আবুল কালাম (৩২) প্রতিপক্ষ একই এলাকার মাহামুদুল হকের স্ত্রী রোকছানা বেগম (৩৮) তার ছেলে আনছার আলম (২০)। উভয় পক্ষকে  মঙ্গলবার বিকালে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে রোগীর অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দক্ষিণ লেমশীখালীর বিসিক এলাকার মাহামুদুল হক আর আমান উল্লাহর উভয়ের পালক ছাগল চর থেকে ঘরে ফিরে আসার পথে মাহামুদুল হকের ছেলে আনছারের সাথে কালামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হলে উভয়ই গুরুতর আহত হয়। এ ব্যাপারে উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ। স্থানীয় চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন ঘটনার সত্যতা শিকার করেন। অবশ্য স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা চলছে বলেও জানান।

পাঠকের মতামত: