ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

তাসফিয়া হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে টেকনাফ ছাত্রলীগ মানববন্ধন

টেকনাফ প্রতিনিধি ::

চট্টগ্রামের সানশাইন স্কুলের ৯ ম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিনের হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে টেকনাফে মানব বন্ধন করেছে ছাত্রলীগ। ৯ এপ্রিল বুধবার দুপুরে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত এ মানব বন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলতান মাহমুদ। এতে বক্তব্য রাখেন তাসফিয়ার পিতা আব্দুল আমিন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশর, টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না। সভায় বক্তারা বলেন, তাসপিয়ার হত্যাকান্ডে জড়িত খুনী চক্র মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। রাজনৈতিক রং লাগিয়ে মামলার গতি পরির্বতন করে হত্যাকান্ডটি ধামাচাপা দিতে অপতৎপরতা চালাচ্ছে মহলটি। যাতে তাসপিয়ার খুনীরা কৌশলে পার পেয়ে যেতে না পারে সে জন্যে টেকনাফের ছাত্রলীগ সদা তৎপর থাকবে। এ লক্ষে আগামী ১৫ মে টেকনাফে শোক র‌্যালী ও মামলার সুষ্টু তদন্ত জোরদার করতে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করার কর্মসুচী ঘোষনা করা হয় সমাবেশ থেকে। উল্লেখ্য গত ১ মে চট্টগ্রাম সানশাইন স্কুলের ৯ শ্রেণীর ছাত্রী তাসপিয়া আমিনকে বন্ধু আদনান মির্জা ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করে। পরের দিন ২ মে পতেঙ্গা সী বিচে তারঁ মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশ তাসপিয়ার মৃতদেহ উদ্ধার করে । তার লাশ ময়না তদন্ত শেষে ৩ মে টেকনাফের ডেইলপাড়া নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে তাসপিয়ার পিতা আদনান মির্জাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় তাসপিয়ার বন্ধু আদনান মির্জাকে আটক করে আদালতে সোর্পদ করে।

পাঠকের মতামত: