ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত চকরিয়ার কৃতি সন্তান ফরহাদ

farhad-uddinচকরিয়া নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সমিতির সদস্যদের ভোটে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ফরহাদ উদ্দীনকে সভাপতি ও মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ফররুখ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। ফরহাদ উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের অধ্যয়ন করছেন। তার গ্রামের বাড়ী ককসবাজার চকরিয়া ।

রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান পিন্টু কমিটি ঘোষণা করেন।

এসময় সমিতির সদ্য বিদায়ী সভাপতি আসিফুর রহমান এবং সাধারণ সম্পাদক লালন মাহমুদ উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: