ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ড. আনসারুল করিমের পথসভায় যেতে বাঁধার অভিযোগ

বার্তা পরিবেশক :
একাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মাছ মার্কার প্রার্থী প্রফেসর ড. আনসারুল করিমের সমর্থনে আজ বুধবার মহেশখালী পৌর এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে অনুষ্ঠিতব্য এই পথসভায় যোগ দিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন আসতে বাধার দেয়ার অভিযোগ করেছেন তিনি। পুলিশ ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন এই বাধা দিচ্ছে বলে তিনি জানিয়েছেন।

ড. আনসারুল করিম জানান, তাঁর পথসভায় যোগ দিতে মহেশখালীর বিভিন্ন স্থান থেকে বিপুল লোকজন আসছে এবং অনেকে আসার অপেক্ষায় রয়েছে। কিন্তু আসার পথে কালারমারছড়া কয়েকটি স্থান, হোয়ানক ও বড়মহেশখালীতে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশ ইতিমধ্যে পথসভায় আসতে চাওয়া লোকজনের গাড়ি আটকে দিচ্ছে। আবার সিএনজি অটোরিক্সাসহ যানবাহনের চালকদের গাড়ি চলাচল করতে নিষেধ করছে। পুলিশের সাথে নৌকা প্রার্থীর লোকজনও রয়েছে।

তিনি বলেন, ‘পুলিশের প্রতি আমার আহ্বান আপনারা সহাবস্থান নিশ্চিত করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন। দয়া করে পক্ষপাতিত্ব করবেন না।’

এ ব্যাপারে জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে কল না ধরায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধরের বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত: