ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ডুলাহাজারা বাজারে বাংলা মদে আগুন

agunagoমোঃ নিজাম উদ্দিন, ডুলাহাজারা :

চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার পরিচালনা কমিটির অভিযানে উদ্ধার হওয়া ২৫ বোতল বাংলা মদ আগুনে পুড়িয়ে দিয়েছে।
১৬জানুয়ারী (সোমবার) সকাল ১১টায় উপজেলার ডুলাহাজারা বাজারে ঘটে এঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার ও বৃহস্পতিবার হাটবার হওয়ায় পাহাড়ি সহ দুর দুরান্ত থেকে লোকজন ডুলাহাজারা বাজারে আসেন। উল্লেখিত সময়ে উপজাতি দু’জন মধ্য বয়সী মহিলা বাজারে ঘুরাঘুরি করতে লক্ষ্য করেন ব্যবসায়ীরা। সন্দেহের তীব্রতা বেড়ে যাওয়ায় তাৎক্ষণিক তারা এব্যাপারে বাজার পরিচালনা কমিটিকে অবগত করেন। খবর পেয়ে ডুলাহাজারা বাজার পরিচালনা কমিটির সা.সম্পাদক জমির উদ্দিন সহ সদস্যরা সরেজমিনে মহিলাদ্বয় থেকে জিজ্ঞেসাবাদ করেন। উপায়ান্তর না দেখে তাদের অপরাধের কথা অকফটে স্বীকার করে ওই মহিলারা। পরে উদ্ধার হওয়া ২৫ বোতল বাংলা মদ উপস্থিত সকলের সামনে আগুন দিয়ে পুড়ে ফেলেন বাজার পরিচালনা কমিটি। ভবিষ্যতে এমন কাজ কোথাও আর করবেনা মর্মে মুচলেকা নিয়ে মদ বিক্রয়কারী মহিলাদের ছেড়ে দওয়া হয়।
উল্লেখ্য বাজারের পার্শ্ববর্তী এলাকা পার্বত্য লামা উপজেলার হারগাজা থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত পাচার হচ্ছে বাংলা মদ। মাদকের এই ছোবল থেকে রেহাই পাচ্ছে না ডুলাহাজারা সহ পাহাড়ী এলাকায় ছাত্র, ব্যবসায়ী সহ যুব সমাজ। উপরস্থ প্রশাসনের নজরদারীর অভাবে এসব অবৈধ ব্যবসা অব্যাহত রয়েছে বলে স্থানীয়রা জানান। ইতিপূর্বে ডুলাহাজারা থেকে হারগাজা সড়কে বারে বারে বিপুল পরিমান বাংলা মদ উদ্ধার হলেও উৎপাদনকারী কারখানা রয়ে গেছে বহাল তবিয়তে। অভিযোগ রয়েছে এক শ্রেণীর ব্যবসায়ীদের ছত্র ছায়ায় হারগাজা মারমা পাড়ার মদ তৈরির কারখানাটি বন্ধ হচ্ছেনা। এব্যাপারে জানতে চাওয়া হলে পার্বত্য ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকের হোসাইন মজুমদার বলেন ‘আমরা মদের কারখানাটি বন্ধে সর্বাত্মক প্রচেষ্টায় আছি। আজও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্টতব্য আইন শৃঙ্খলা মিটিংএ বিষয়টি উত্তাপন করা হয়েছে।’

পাঠকের মতামত: