ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

ডাকাত সন্দেহে ৩ জন রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি :: হোয়াইক্যং কাঞ্জর পাড়ায় জনতার সহায়তায় ডাকাত সন্দেহে ৩জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

জানাযায়, ১৩ জানুয়ারী সোমবার ভোর পৌনে ৬টারদিকে উপজেলার হোয়াইক্যং কাঞ্জরপাড়া আর্মি ক্যাম্প সংলগ্ন বাজার মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লিদের মধ্যে কয়েক জনকে অপরিচিত মনে হয়। তাদের পরিচয় ঠিকানা জানতে চাইলে কয়েকজন দৌঁড়ে পালিয়ে গেলেও
স্থানীয় জনসাধারণ ৩জনকে আটক করেন।

আটক কৃতরা ক্যাম্প ১৮ বালুখালী ব্লকঃ- এইচ/৫৭ ঘর নং- ৯৪, মোঃ নুর ইসলামের পুত্র মোঃ রফিক (২৫), একই ব্লকের মোঃ সৈয়দ হোসেনের পুত্র মোঃ বশির উল্লাহ (২৮) , ৯৯নং ঘরের ফজলে করিমের পুত্র মোঃ শব্বির (৩২) জিজ্ঞাসাবাদে তারা জানান,গত ৭দিন আগে তারা মিয়ানমার আত্মীয়দের সাথে দেখা করতে গিয়েছিল।গভীর রাতে সীমান্ত হতে চোরাইপথে অনুপ্রবেশ করে ক্যাম্পে যেতে বিলম্ব হওয়ায় এই মসজিদে অবস্থান নেয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি আরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ৩জন রোহিঙ্গাকে আটক করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

পাঠকের মতামত: