ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

টেকনাফ উপকূলে ফিশিং ট্রলার ডুবি, এক জেলে নিখোঁজ

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ ::

বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ জেলে হচ্ছে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল এলাকার মৃত ফজল আহমদের ছেলে আলী হোসেন(৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল মৎস্যঘাট থেকে জামাল হোসেনের মালিকানাধীন ফিশিং ট্রলারের ৫ মাঝি মাল্লা মৎস্য শিকারের উদ্দেশ্যে সাগরে রওয়ানা হয়ে কিছুদুর যাওয়ার পর ট্রলারটি ফুটো হলে পানি ঢুকতে থাকে। এসময় ট্রলারটি পুনরায় ঘাটের উদ্দেশ্যে ফিরে আসার পথে কূলের কাছাকাছি এসে ঢুবে যায়। এতে ট্রলারে থাকা ৪জন সাঁতরে নিরাপদে কুলে উঠলেও আলী হোসেন নিখোঁজ হয়ে যায়। শুক্রবার সন্ধা পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি।

উপকূলীয় মৎস্যজীবি সমিতির নেতা সোনারতরী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মো. আব্দুস সালাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: