ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

টেকনাফে বন্দুক ও গুলিসহ চার ডাকাত আটক

কক্সবাজার সংবাদদাতা ::  টেকনাফে ৬টি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ চার ডাকাত দলের সদস্যকে আটক করেছে বিজিবি।

শনিবার (৩ অক্টোবর) টেকনাফের হ্নীলা ইউনিয়নের কোনা পাড়া উলুসামারী এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুসামারী কোনার পাড়া এলাকার নুরুল আমিন, একই এলাকার জাফর আলম, হ্নীলা রঙ্গিখালী এলাকার আনোয়ার হোসেন এবং নজির আহম্মদ।

টেকনাফ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, শনিবার (৩ অক্টোবর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের কোনা পাড়া উলুসামারী এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাত নুরুল আমিনের বাড়িসহ তার পার্শ্ববর্তী ৪টি বাড়িতে অবস্থান করছে। খবরপেয়ে বিজিবির টহলদল দ্রুত ঐ এলাকায় গিয়ে বাড়ির চারদিকে ঘেরাও করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত নুরুল আমিন এর বাড়ি থেকে চার জন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে বসত বাড়িটি তল্লাশী করে ৬টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৯ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করে।

পাঠকের মতামত: