ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

টেকনাফে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা, ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

টেকনাফ প্রতিনিধি ::
রাত পোহালেই সীমান্ত উপজেলা টেকনাফের দুটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রবিবার (২৬ ডিসেম্বর) টেকনাফের পৌরসভায় ইভিএমএ প্রথমবারের মত ভোট গ্রহণ এবং বাহারছড়া ও সেন্টমার্টিন ইউপিতে ভোট গ্রহণ করা হবে ব্যালট পেপারে।

ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কেন্দ্রগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি।

এদিকে একটি পৌরসভা ও দুটি ইউপির ২৮ ভোট কেন্দ্রের মধ্যে ১৩টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে পৌরসভায় পাঁচটি, বাহারছড়ায় সাতটি ও সেন্টমার্টিনে একটি।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী মাঠে থাকবে পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইলটিম ও স্টাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলে থাকবে।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম চকরিয়া নিউজকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে।

 

 

পাঠকের মতামত: