ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

টেকনাফে ইউপি নির্বাচনে পাঁচশতাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :: উৎসবমুখর আমেজে ইউপি নির্বাচনের প্রথম ধাপে টেকনাফ উপজেলার ৫টি ইউনিয়নে ৫০০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮০ জন ও সাধারণ মেম্বার পদে ৩৮৬ জন মনোনয়নপত্র জমা দেন। জমা শেষে হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী টেকনাফ সাব-রেজিস্টার অফিসের দক্ষ দলিল লেখক মোস্তাফিজুর রহমান ও সাবরাং ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বর্তমান মেম্বার মোহাম্মদ শরীফ, টেকনাফ সদরের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী গোলাপজান আক্তার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দিয়ে বলেন, আল্লাহ তওফিক দিলে যতই প্রার্থী থাকুকনা কেন সকলকে পিছনে ফেলে আমিই বিপুল ভোটে জয়লাভ করব ইনশাহআল্লাহ। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন নির্বাচিত হবেন। পরে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদে টেকনাফ নির্বাচন কর্মকর্তা টেকনাফ সদর, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম প্রেস বিফ্রিংকালে এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সাবরাং, সেন্টমার্টিন ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা মাহফুজুল ইসলাম।

পাঠকের মতামত: