ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

টেকনাফের শ্রমিকলীগ নেতা দিদার কুংফু ইয়াবাসহ বান্দরবানে গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি ::

টেকনাফ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দিদার মিয়া কুংফুকে ইয়াবাসহ আটক করেছে বান্দরবান পার্বত্য জেলার ডিবি পুলিশের সদস্যরা।মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বান্দরবান জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশনায় ওসি (ডিবি) অপ্পেলা রাজু নাহা এর নেতৃত্বে পৌরসভার হোটেল হিল নাইট হেভেন সংলগ্ন ওয়াপদা ব্রীজের উপর দিদার মিয়া কুংফু প্রকাশ দেলোয়ারকে ৪’শ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ার মৃত আবুল কালামের ছেলে।
বান্দরবন ডিবির (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, ৪’শ পিস ইয়াবাসহ দিদার মিয়া কুংফু নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এঘটনায় বান্দরবান সদর থানার এসআই বিকাশ রুদ্র বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-০৪/তারিখ:১২-০১-১৮ইং। তাকে বান্দরবন কারাগারে প্রেরণ করা হয়েছে। তথ্যনুসন্ধানে জানা গেছে, টেকনাফ সদরের ছোট হাবিবপাড়ার দিদার মিয়া টেকনাফ উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক পরিচয়ে দীর্ঘদিন ধরে ছোট হাবিবপাড়া, মহেষখালীয়াপাড়া, লম্বরী, লেঙ্গুরবিল ও হাতিয়ারঘোণা কেন্দ্রীক একটি বিশাল সিন্ডিকেটের ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

পাঠকের মতামত: