ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

টেকনাফের ইউএনও রবিউল হাসান বদলী, নতুন ইউএনও সাইফুল ইসলাম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল হাসানকে বদলী করা হয়েছে। টেকনাফের নতুন ইউএনও হিসাবে মোঃ সাইফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এক আদেশে এই নিয়োগ-বদলী আদেশ দেওয়া হয়।

টেকনাফের ইউএনও হিসাবে নতুন নিয়োগ পাওয়া মোঃ সাইফুল ইসলাম ২৯ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। অপরদিকে, টেকনাফের বিদায়ী ইউএনও মোঃ রবিউল হাসানকে ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, টেকনাফের ইউএনও মোঃ রবিউল হাসান এর বদলিজনিত এক বিদায় অনুষ্ঠান মঙ্গলবার ৫ নভেম্বর কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন টেকনাফের বিদায়ী ইউএনও মোঃ রবিউল হাসানকে একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসাবে উল্লেখ আগামীতে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব-উপসচিব) মোহাম্মদ আফসারুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: