ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

টানা সাতবার জিতলেন কাউন্সিলর মিন্টু

নিজস্ব প্রতিবেদক :: ১৬ নং চকবাজার ওয়ার্ডে টানা সপ্তমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু। ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকে ২ হাজার ৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন পেয়েছেন ৭৪৭ ভোট। প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থীর ভোটের সংখ্যা আরো কম।
সংশ্লিষ্টরা জানান, ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত ৭টি নির্বাচনে অংশ নিয়েছেন সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু। প্রতিটি নির্বাচনেই জয়লাভ করেছেন তিনি। তবে ১৯৮৮ সালে জাতীয় পার্টির শাসনামলে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করায় তাতে অংশ নেননি মিন্টু। টানা সপ্তমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত সাইয়েদ গোলাম হায়দার মিন্টু বলেন, আলহামদুলিল্লাহ। আমার এলাকার ভোটাররা আমার ওপর আবারও আস্থা রেখেছেন। চকবাজারবাসী আমাকে বিশ্বাস করেন। ভোটারদের কাছে আমি চিরঋণী। অতীতের ন্যায় ভবিষ্যতেও এলাকাবাসীর সুঃখে-দুঃখে পাশে থাকবো।

পাঠকের মতামত: