ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

জেলা শিক্ষা অফিসারের বিদায় ও বরণ অনুষ্টান সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজারের জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় এবং বরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে। ১২ সেপ্টেম্বর বিকালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হল রুমে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদ কর্তৃক আয়োজিত বিদায় ও বরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ,এ সময় তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। তাই শিক্ষকদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা আগের চেয়ে অনেক গুণ বাড়িয়েছে তবে এখনো কিছু সংকট আছে তবে দেশ ও জাতীর স্বার্থে সবাইকে এক সাথে কাজ করতে হবে। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) বিভীষন কান্তি দাশ। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদের সভাপতি ও রামু জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর। এতে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে সদ্য বিদায়ি জেলা শিক্ষা অফিসার ছালেহ উদ্দিন চৌধুরী বলেন,আমার চাকরী জীবনের সব চেয়ে ভাল এবং গুরুত্বপূর্ন সময় কাটিয়েছি কক্সবাজারে। চাকরী জীবনের সবটুকু সময় এতাঞ্চলের শিক্ষক এবং শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করেছি তবুও কোন ভূলভ্রান্তি হলে তার জন্য ক্ষমা সুন্দর দৃস্টি প্রত্যাশা করে আগামী দিনে কক্সবাজারের শিক্ষার উন্নয়নের যেখানেই থাকি কাজ করার আশা ব্যাক্ত করেন। এসময় নবাগত জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন বলেন, আমি শিক্ষক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি আজীবন এটাই আমার পরিচয় হয়ে থাকবে। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রমজান আলী,এতে আরো বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন,সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন,হোয়াইকং আলী আচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: