ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

জুলুমবাজ সরকারের বিদায়ের প্রহর গুনছে জনগণ -টেকনাফে শাহজাহান চৌধুরী

সংবাদ বিজ্ঞপ্তি ::
আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিতব্য টেকনাফ উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) উপজেলা বিএনপির কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
উপজেলা বিএনপির সভাপতি জাফর আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগের জুলুম নির্যাতনের কারণে দেশের সব শ্রেণির মানুষ চরম অতীষ্ঠ। মানুষের শান্তির ঘুম হারাম হয়ে গেছে। দাম না পেয়ে এবারের কুরবানিতে চামড়ার গণকবর দিতে হয়েছে। গরীবের হক নষ্টকারী জুলুমবাজ সরকারের বিদায়ের প্রহর গুনছে জনগণ।
বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক জনমত তৈরির আহ্বান জানান শাহজাহান চৌধুরী।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রাশেদুল করিম মার্কিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান ছিদ্দিকী, বিএনপি নেতা মোহাম্মদ হাসেম মেম্বার, সোলতান মেম্বার, এডভোকেট সেলিমুল মোস্তাফা, জালাল আহমদ মেম্বার, শাহাদত হোসাইন, আফসার কামাল নোবেল, নুরুল আমিন চৌধুরী, এইচ এম ওসমান গনি, মোক্তার আহমদ, শামসুল আলম মেম্বার প্রমুখ।

পাঠকের মতামত: