ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

জামিনে কারামুক্ত হলেন সাংবাদিক ইমাম খাইর

নিজস্ব প্রতিবেদক ::  ষড়যন্ত্রমূলক মামলা থেকে জামিনে কারামুক্ত হয়েছেন কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইর।
সোমবার (২৯ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন।

এর আগে রোববার (২৮ নভেম্বর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক মোহাম্মদ ইসমাইল তার জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক ইমাম খাইরের পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্দুল মন্নান। সঙ্গে ছিলেন প্রায় অর্ধশত আইনজীবী।

একটি হত্যা মামলার আসামির সাথে মোবাইলে যোগোযোগের অভিযোগ তুলে ‘সন্দেহভাজন’ হিসেবে সিনিয়র সাংবাদিক ইমাম খাইরকে ১১ নভেম্বর আটক করে। কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
একজন পেশাদার সংবাদকর্মীকে হত্যা মামলায় জড়ানোর খবরে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
মুলত: সংবাদের প্রয়োজনে পেশাগত দায়িত্ব পালন করেছিলেন ইমাম খাইর। অন্য কোন বিষয়ে আসামিদের কারো সঙ্গে তার যোগাযোগ হয় নি। যার কলরেকর্ডে প্রমাণ মিলবে বলে জানিয়েছেন সাংবাদিক ইমাম খাইর।

তিনি জানান, আলোচিত হত্যাকাণ্ড ও মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে কিছু লোক পরিকল্পিতভাবে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। নায়বিচারের স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দরকার।

ঘটনার সাথে একজন পেশাদার সংবাদকর্মীকে জড়ানোয় কোনমহল ইতিবাচক নেয়নি।
এদিকে, সাংবাদিক ইমাম খাইরকে গ্রেফতারের পর তার মুক্তি চেয়ে চট্টগ্রাম প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যেখানে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, ইমাম খাইর জাতীয় দৈনিক আমার বার্তার কক্সবাজার ব্যুরো চীফ, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু পত্রিকার নিজস্ব প্রতিবেদক, স্থানীয় দৈনিক কক্সবাজার ৭১ এর নির্বাহী সম্পাদক, পার্বত্যনিউজের কক্সবাজার প্রতিনিধি এবং কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)এর বার্তা সম্পাদক।

পাঠকের মতামত: