সাতকানিয়া প্রতিনিধি :: সাতকানিয়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম জিয়াউল করিম (৩০)। তিনি লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রহরচান্দা আদর্শ পাড়ার মৃত আবদুল করিমের পুত্র। বৃহস্পতিবার দুপুরে কেরানীহাট জামিউল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর পিতা বাদি হয়ে গতকাল রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ওই মাদ্রাসা ছাত্রীর পিতা উল্লেখ করেছেন, বিগত এক মাস আগে মাদ্রাসা থেকে বই বিতণের সময় তার মেয়েকে আরবি দ্বিতীয় পত্র বইটি দেয়া হয়নি। গতকাল বেলা ১১টার দিকে তার মেয়ে মাদ্রাসার ইংরেজি শিক্ষক জিয়াউল করিমকে বই না পাওয়ার কথা জানালে তিনি মাদ্রাসা ছুটির পর লাইব্রেরি থেকে নেয়ার কথা বলেন। দুপুরে মাদ্রাসা ছুটির পর আমার মেয়ে বই নেয়ার জন্য মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরিতে গেলে ওই শিক্ষক তাকে ধাক্কা দিয়ে টেবিলের নিচে ফেলে দেয়। এরপর ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলে। তখন আমার মেয়ে চিৎকার করার চেষ্টা করলে ওই শিক্ষক তাকে হত্যার হুমকি দেয়। মেয়ের চিৎকার শুনে মাদ্রসার পার্শ্ববর্তী মার্কেটের লোকজন ঘটনাস্থলে এসে আমার মেয়েকে উদ্ধার করে। এসময় উপস্থিত লোকজন মেয়ের কাছে ঘটনা শুনে অভিযুক্ত শিক্ষককে আটক করে রাখে। পরে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায়।
এদিকে, খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। কেরানীহাট জামিউল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আরিফুর রহমান চৌধুরী জানান, ঘটনার সময় আমি পরীক্ষা কেন্দ্রে ছিলাম। আর এটা মাদ্রাসা ছুটির পরের ঘটনা। ঘটনার বিষয়ে জানার পর আমি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডা. আ ম ম মিনহাজুর রহমানকে অবগত করি। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত শিক্ষককে আমরা প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।
ঘটনার বিষয়ে তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সাতকানিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ঘটনার বিষয়ে ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার (আজ) আদালতে হাজির করা হবে।
পাঠকের মতামত: