ঢাকা,রোববার, ৩ নভেম্বর ২০২৪

চৌধুরী মুহাম্মদ তৈয়ব সত্যিকারের মানুষ গড়ার কারিগর -খুটাখালীতে বিদায় সংবর্ধনায় এমপি জাফর

সেলিম উদ্দীন, ঈদগাঁও ::  চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাপ্রতিষ্টানের আমুল পরিবর্তনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষকদের করেছেন স্বর্নিভর। তাই শিক্ষাদিক্কায় আরো অগ্রসর হতে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে খুটাখালীতে কলেজ করা হবে। খুটাখালীতে কলেজ প্রতিষ্টার মাধ্যমে শিক্ষাবিদ আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়বের লালিত স্বপ্ন বাস্তবায়ন করা হবে। চৌধুরী মুহাম্মদ তৈয়বের নামে কিশলয় স্কুলে ছাত্রাবাসের নামকরনঃ এবং কিশলয় বালিকা স্কুলে আধুনিক ছাত্রীনিবাস নির্মান করা হবে জানিয়ে তিনি বলেন, মানুষ গড়ার কারিগর মাওলানা তৈয়ব। তাঁর হাতে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষা প্রতিষ্টান। সমগ্র জেলায় এ মানুষটির অবদান অনস্বীকার্য। তাঁর সৃষ্টি হাজারো ছাত্র দেশের বিভিন্ন প্রশাসনে গুরু দায়িত্ব পালন করছে। তাঁকে মুল্যায়ন করা দরকার। এ গুণি মানুষটির জম্ম না হলে হয়ত আমরা অনেক পিছিয়ে পড়তাম। তার স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে খুটাখালীকে আরো উন্নত করে গড়ে তুলতে তার পদছায়া অনুসরন করার আহবান জানান।
সোমবার (২ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়বের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্টানে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিশলয় বালিকা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নাইক্ষংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক ঈদি আমিন চৌধুরী।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী জয়নাব আকতার।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জাহাঙীর আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি সদর মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দীন।
বিশেষ মেহমানদের মধ্যে চকরিয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দীন চৌধুরী ও চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ এস এম মনজুর বক্তব্য রাখেন।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা হাম্মদ ওমর হামজা, উপজেলা আ’লীগ ধর্ম বিষয়ক সম্পাদক ডা. মীর আহমদ হেলালী, প্রচার সম্পাদক আবু মুছা, সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন, কিশলয় ট্রাস্টের চেয়ারম্যান খতিজা বেগম, খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন, ফুলছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা বশির আহমদ, কিশলয় স্কুলের শিক্ষক নুরুল কবির, মোহাম্মদ হোছাইন, খুটাখালী আ’লীগের সহ-সভাপতি শেখ বশির আহমদ হেলালী,সাধারন সম্পাদক বেলাল আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক সাঈদ মু.শাহজালাল, মুজিবুর রহমান, কিশলয় বালিকা স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সেলিম, সাবেক সদস্য ছৈয়দ করিম, প্রাক্তন শিক্ষক এহছান আল মামুন, সাবেক মেম্বার শফিকুর রহমান, খুটাখালী বাজার সভাপতি শফিউল আলম শফি, মাষ্টার রেজাউল করিম, সাংবাদিক এমআর মাহবুব, সেলিম উদ্দীন,ছৈয়দ আবদুল আহাদ প্রমুখসহ বিপুল সংখ্যক ছাত্রী, অভিভাবক,শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে শিক্ষকদের মধ্যে এসএম আকবর হোছাইন খোকন, নাজমা সিদ্দিকী জেবা, ছাত্রীদের মধ্যে জান্নাতুল ফাহিম, হাবিবা মোস্তফা আফিয়া বক্তব্য রাখেন।
মানপত্র পাঠ করেন শিক্ষার্থী তানিয়া সুলতানা।
অনুষ্টানে প্রধান অতিথি বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা, শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

পাঠকের মতামত: