ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চায়না নৌবাহিনীর তিনটি জাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে আগমন

chaiচট্টগ্রাম :::

চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ (খওটতঐঙট, ঝঅঘণঅ ্ ছওঘএঐঅওঐট) বাংলাদেশে ০৫ দিনের শুভেচ্ছা সফরে আজ বুধবার (২৭-০১-২০১৬) চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছেছে। চীনা নৌবাহিনীর সাউথ সী ফ্লীটের ডিপুটি চীফ, রিয়ার এডমিরাল ইউ মানজিয়াং জাহাজ তিনটির সাথে ঊর্দ্ধত্বন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফর করছেন। সফরকারী জাহাজত্রয় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে বানৌজা ঈসাখানের অধিনায়ক কমডোর এম রাশেদ আলী, (ট্যাজ), এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন তাদের স্বাগত জানান।

 বাংলাদেশে অবস্থানকালীন সফররত জাহাজ তিনটির ঊর্দ্ধত্বন কর্মকর্তা রিয়ার এডমিরাল ইউ মানজিয়াং এবং অধিনায়কগণ কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল আখতার হাবীব, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি ও কমান্ডার বিএন ফ্লীট, রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, বিএসপি, এনডিসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। জাহাজত্রয়ের বাংলাদেশ সফর উভয় দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করবে বলে আশা করা যায়।

 বাংলাদেশে আগমনকালে সফরকারী জাহাজ তিনটি দেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয় চীনা নৌবাহিনী জাহাজকে অভ্যর্থনা জানায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী ৩১ জানুয়ারি ২০১৬ বাংলাদেশ ত্যাগ করবে।

পাঠকের মতামত: