নিজস্ব প্রতিবেদক :: আবারও ঊর্ধ্বমুখী চালের বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বস্তায় বেড়েছে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত। গত মাসে বোরো ধান ঘরে উঠেছে। ধান-চালের সংকট না থাকা সত্ত্বেও একশ্রেণির মুনাফাখোর মিল মালিক কারসাজি করে এই দাম বৃদ্ধি করেছেন। সরকার করোনাভাইরাস প্রতিরোধে ব্যস্ত আর ব্যবসায়ীরা চালের দাম বৃদ্ধিতে ব্যস্ত রয়েছেন এমন অভিযোগ ভোক্তাদের।
কয়েকজন চালের আড়তদার জানান, হঠাৎ করে মিল মালিকরা বাজারে চালের সরবরাহ কমিয়ে দিয়েছেন। সরকার তাদের কাছ থেকে চাল কেনার কারণে তারা সরবরাহ কমিয়ে দিয়েছেন। যদিও সরকার কেবল মোটা চাল কিনছে। কিন্তু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চিকন চালের দাম বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে মিল মালিকরা একযোগে ধান কিনে মজুদ করার কারণে মণপ্রতি ধানের দাম বেড়েছে ১৫০ টাকা। গত মাসেও কৃষকের ঘরে নতুন ধান উঠার জেরে দাম কমেছিল। সেই হিসেবে মাত্র এক মাসের ব্যবধানে চালের দাম বাড়ার কোনো কারণ নেই।
নগরীর চালের আড়ত চাক্তাইয়ের চালপট্টি ও পাহাড়তলীতে খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন সপ্তাহের ব্যবধানে বাজারে নাজিরশাইল, জিরাশাইল (সিদ্ধ), মিনিকেট (সিদ্ধ), বাসমতি (সিদ্ধ), স্বর্ণা (সিদ্ধ), বেতি, পাইজাম (আতপ), মিনিকেট (আতপ), কাটারীভোগ আতপ ও মোটা সিদ্ধ বস্তাপ্রতি সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহের ব্যবধানে জিরাশাইল সিদ্ধ বস্তায় ৩৫০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৫৫০ টাকা, মিনিকেট সিদ্ধ ৪০০ টাকা বেড়ে গিয়ে ২ হাজার ৩০০ টাকা, পাইজাম সিদ্ধ বস্তায় ৩৫০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ টাকা। এছাড়া স্বর্ণা সিদ্ধ ৩০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়। অপরদিকে মিনিকেট আতপ ১০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ টাকা, মোটা সিদ্ধ ২০০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৯৫০ টাকায়, নাজিরশাইল সিদ্ধ ১৫০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৮৫০ টাকা, বেতি আতপ ২৫০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৯৫০ টাকায়। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে কাটারিভোগ আতপ ও চিনিগুড়া চালের দাম। চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে ৪ হাজার টাকা থেকে ৪ হাজার ৬০০ টাকায় এবং কাটারিভোগ আতপ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়।
পাহাড়তলী বণিক সমিতির সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, সরকার মিল মালিকদের কাছ থেকে কেজি ৩৬ টাকা দরে মোটা চাল কিনছে। এই কারণে কুষ্টিয়া, দিনাজপুর ও আশুগঞ্জের মিল মালিকরা বাজারে চালের সরবরাহ কমিয়ে দিয়েছেন। একইসাথে তারা চিকন চালের দামও বাড়িয়ে দিয়েছেন। যা একেবারে হওয়ার কথা নয়। সরকার তো আর চিকন চাল কিনছেন না। পুরো দেশের মানুষের নজর এখন করোনাভাইরাস পরিস্থিতির দিকে। সরকারের নীতিনির্ধারকরাও করোনা প্রতিরোধে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই সময়টাতে পুঁজি করে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছেন। গত এক সপ্তাহ আগেও শুধুমাত্র পাহাড়তলী বাজারে প্রতিদিন প্রায় দেড়শত গাড়ি চাল আসতো। এখন আসছে একশত গাড়ি।
চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, ধানের দাম বাড়ার কারণে চালের দাম বাড়ছে। প্রতি তিন মণ ধান থেকে এক মণ চাল পাওয়া যায়। প্রতি মণ ধানের দাম বেড়েছে ১৫০ টাকা পর্যন্ত। ধানের দাম কমে গেলে আশা করি চালের দামও কমে যাবে।
প্রকাশ:
২০২০-০৬-১০ ১২:১৮:২৫
আপডেট:২০২০-০৬-১০ ১২:১৮:২৫
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
পাঠকের মতামত: