ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চবি শিক্ষার্থী বহনকারী ‘নববাক’ বাস উল্টে আহত ১৮

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী বহনকারী ‘নববাক’ নামে একটি বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মনিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম চকরিয়া নিউজকে জানান, ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের বহনকারী ‘নববাক’ নামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে পড়ে যায়।

এ দুর্ঘটনায় ১৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাটহাজারী স্বাস্খ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বস্ব পরিবারের কাছে পৌছে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এছাড়াও গুরুতর ও আশংকাজনক অবস্থায় ১৫জনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

পাঠকের মতামত: