ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চবিতে মেয়ের ভর্তি পরীক্ষায় এসে লাশ হলেন বাবা

চবি প্রতিনিধি ::  সকল বাবা মায়ের স্বপ্ন থাকে সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। বাবা মায়ের মুখ উজ্জ্বল করার পাশাপাশি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে। সেই লক্ষ্যে নিজেদের জীবন বিলিয়ে দিতেও কার্পণ্য করেননা অভিভাবকেরা।এমনি এক ঘটনার স্বাক্ষী হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)।

আজ বুধবার (৩০ অক্টোবর) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষায় মেয়ের সাথে এসে লাশ হয়ে ফিরে গেলেন এক বাবা। নিহত ওই বাবার নাম মৃণাল কান্তি দাশ (৪৯)। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার আমিলাইশ গ্রামে। থাকেন চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার গোয়াল পাড়ায়।

জানা যায়, মেয়ে তিন্নি দাশকে সাথে নিয়ে শাটল ট্রেনেই এসেছিলেন বাবা মৃণাল কান্তি দাশ (৪৯) । যথারীতি পরীক্ষা শেষে দুপুর দেড়টার শাটলেই ফিরে যেতে চেয়েছিলেন মেয়েকে নিয়ে। কিন্তুু শাটলে উঠতেই হিটস্ট্রোকে ঢলে পড়েন তিনি। পরে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চবির সাতকানিয়া লোহাগাড়া স্টুডেন্ট’স ফোরামের সভাপতি জহিরুল হক দিপু বলেন, আমরা ঘটনাস্থল থেকে ওনাকে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। যাওয়ার পথেই তিনি মারা যান বলে ডাক্তাররা আমাদের জানায়। বিষয়টি সত্যতা নিশ্চিত করে চবি মেডিক্যাল সেন্টারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, হিটস্ট্রোকে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আমরা এখানকার এ্যম্বুলেন্সে ওনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসাপাতালে প্রেরণ করি।সন্ধ্যা ৬টায় নগরীর কুরবানীগঞ্জ এলাকার ভলুয়ার দিঘির পাড়ে মৃতদেহের সৎকার করা হবে বলে জানান নিহতের ছেলে সানি দাশ।

পাঠকের মতামত: