আবুল কালাম, চট্টগ্রাম ::
চট্টগ্রাম ৮ আসেনর উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
এ আসনটি বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত।
মনোনয়পত্র জমা দিয়ে মোছলেম উদ্দিন সাংবাদিকদের বলেন, নেতৃবৃন্দ এবং এলাকার ভোটারদের নিয়ে নির্বাচন কমিশনে আমার মনোনয়ন পত্র দাখিল করেছি। মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা জনগনের পাসে থেকে কাজ করতে প্রতিশ্রুতি বদ্ধ।
উল্লেখিত এ আসনের মহাজোট থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর আসটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করেন।
পাঠকের মতামত: