অনলাইন ডেস্ক ::
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। বিকাল ৫ টার দিকে ঢাকার সিএমএম কোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, সিএমএম কোর্টে আইনজীবি ছানাউল্লাহ মিয়ার সঙ্গে আইনি পরামর্শ শেষ করে ফেরার পথে তাকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মানবজমনিকে বলেন, বিএনপির এই নেতাকে আটক করে চট্টগ্রামের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পাঠকের মতামত: