ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে বাসচাপায় কলেজছাত্র নিহত

চট্টগ্রাম প্রতিনিধি ::accident-1

চট্টগ্রামে বাসের ধাক্কায় আরাফাত হোসেন সায়েম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সাকিব ও ফাহাদ নামে আরও দু’জন আহত হয়। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সায়েম চন্দনাইশের কাঞ্চননগর এলাকার মাহবুব আলমের ছেলে।

জানা যায়, সায়েম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে পটিয়া যাচ্ছিল। পথে তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয় বিআরটিসি’র একটি দোতলা বাস। এতে সায়েম নিহত এবং তার দুই বন্ধু আহত হয়।

পাঠকের মতামত: