ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে বস্তিতে আগুন, শিশুসহ ২ জনের মৃত্যু

চট্রগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম মহানগরীর এ কে খান মোড় এলাকার অদূরে রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর বলেন, সন্ধ্যা ৭টা ৫ মিনিটের সময় রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে টেলিফোনের মাধ্যমে জানা গেছে। এরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত অগ্নিনির্বাপক দলের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তারা সেখানে অগ্নিনির্বাপণের কাজ করছেন।

তিনি বলেন, সেখান থেকে খবর পাওয়া গেছে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা মারা গেছেন সেই বিষয়ে জানতে অগ্নিনির্বাপণ টিম ফেরত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পাঠকের মতামত: